শীতের সবে হল শুরু, জমেনি এখনো
বেশী ঠাণ্ডা পড়ুক তেমন চাওয়াও নয় আমার।
অবশ্য এ চাষ-বাস কৃষি কর্মের দেশে ভালোবেসে
জমাট বরফের মত শীত কেইবা চাইবে।
তবে কেন প্রকৃতি বিরূপ হও সদা এত আমার প্রতি?
আমার ক্ষেত্রে কাল বড্ড অকালে রুপ বদলে ফেলে
উত্তরের হিমেল হাওয়ারা অসময়ে হুড়মুড়িয়ে
আমার জীর্ণ কুটিরের জানালা বেয়ে ঢুকে পড়ে।
কোথা থেকে ধেয়ে এসে সাইবেরিয়ার দিনগুলোর মত
ঝরিয়ে দেয় সবুজ যত,শুন্য করে, রিক্ত করে
আমার ফুলে পাতায় সাজিয়ে রাখা ছোট্ট দুনিয়াটা।
বরফে ঢাকা চারপাশে কুয়াশা দেখি যেদিক পানে চাহি।
শীত অনেক দেখেছি, শীতে কাতর আমি, শীত চাইনা আর, উষ্ণতা খুঁজে ফিরি, এ দুর্বলতা আমার অজ্ঞাত নয় প্রকৃতির।
তবে কেন এমন আচরণ, নিয়মের এমনতর বিসর্জন
দীর্ণ আমি রুঢ়তার মাঝে তবুও দুচোখে স্বপ্ন নিয়ে থাকি।
ফেলে আসা বসন্তে ফুলের সৌরভ মাখা সেই সব সন্ধ্যার
স্মৃতি আমায় বাঁচিয়ে রাখে, অপেক্ষায় থাকি তবুও,
আজীবন রইবো যদি জানি আছে সে স্বপ্নের দুনিয়াটা
হোকনা বরফে ঢাকা, প্রকৃতি দেবীও হয়তো কোন নিয়মে বাঁধা।
ভালোবাসার উষ্ণতায় আবার নিশ্চয়ই বসন্ত নামবে ধরায়,
কষ্টের আঁধারের মাঝে মিটিমিটি জ্বলুক বাতি এই প্রত্যাশায়
আঁখি মেলে রই,অশ্রু যত-হোক নিঃসরিত মনের আঙ্গিনায়।