প্রথমে নিজেকে ভালোবাসো,
হৃদয়ের গভীরে সুখের খনি আছে।
সেখান থেকেই আনন্দ উৎসাহ
আর ভালোলাগা নিতে হবে তুলে।
কিংবা প্রয়োজনে জমানোও যেতে পারে।
সুখ আর আনন্দ, ভালোলাগা
আর ভালোবাসার অনুভূতি
একই উৎস্য হতে প্রবাহমান।
ভালোবাসো মনখুলে ইচ্ছে মতো,
মনের স্বাধীনতা কারো অধীন নয়,
সম্মতিও বাহুল্য সেথায়।
করুণার স্পর্ধা কার আছে
মূর্খের ছাড়া!
জীবন অতি ছোট,
ভালোবাসার আশ এক জীবনে
মিটেছে কোন প্রেমিক জনার!?
অভিমানে না ভুলে
তাই মনে নিও তুলে
অবশিষ্ট জীবনের আজই প্রথম দিন।
তাই মনে নিও তুলে
অবশিষ্ট জীবনের প্রথম দিন
আজিকেই হবে বিলীন।