একটু ছোঁয়া,ক্ষণিক দেখা
নির্বাক চাহনি,না বলা কথা।
স্মৃতিরা উঁকি দেয়,পাখি হয়ে যায়
উড়ে বেড়ায় মনের জানালায়।
সময় বয়ে যায় ক্ষণগুলো মিলায়
পুনরাবৃত্তির আশায়,
আলিঙ্গনে পূর্ণতা পায়।
তবুও রয়ে যায় অতৃপ্তির রেশ,
প্রত্যাশা-প্রাপ্তির দোলাচলে
আজি হলো বুঝি শেষ!
কিংবা পেতাম যদি তাকে
যখন ইচ্ছে কাছে
সেটাই হতো বেশ!