এমন কোন দিনে,এমন কোন ক্ষনে
আসিও আমার ঘরে,ওহে মনোহরা!
চকিত চমকানি, বৃষ্টির ঝমকানি
বাতাসেরা বয়ে যায় শাখায় শাখায়।
ফাগুনের আগমনে কচি পাতা কাঁধে নিয়ে
নিঃসঙ্গ ভিজিছে বৃক্ষ সর্বাঙ্গ অবগাহনে।
দীর্ঘ পিপাসার্ত ছিল যত হলো বুঝি তৃপ্ত তত
ফসলের মাঠ, আম-জাম-বট,বয়ে চলা নদী।
এমন মেঘলায় আঁকা চকিত বৃষ্টি মাখা
দিনের শেষে কর্মাবসানে আসন্ন সন্ধ্যার আবেশে
কনে দেখা প্রহরে চলে এসো প্রিয় আমার দুয়ারে।
প্রথম বর্ষায় নব প্রেমের ধারায় স্নাত হোক ধরা,
বিষন্ন অনুভূতি ভুলে উষ্ণতায় প্লাবিত হৃদয়কুলে
সন্ধ্যাটা হোক প্রেমের পরিপূর্ণতায় একান্ত মিলনের।