পাতা ঝরা পথে
সাঝ বেলাতে
তোমার পথ চেয়ে
মিষ্টি অনুরাগে
দীর্ঘ হলে হোক
অপেক্ষার প্রহর।

শীত ছুই ছুই সন্ধ্যায়
নিঃসঙ্গ বিহঙ্গ ক্লান্তি নিয়ে
ফিরে আসে আপন নিড়ে।
প্রত্যাশার হৃদয় মেলে চেয়ে থাকা
দুচোখের জৈবিক ঘুম তবুও
হয়তো ভেঙে যায় তার মাঝরাতে ।

আমি আজকাল ঘুমিয়ে যাই অঘোরে
অবচেতনে নানা রঙের স্বপ্ন পাখা মেলে,
ভালবাসার উষ্ণতায় শীতেরা পড়ে রয়
দূর সীমানায় উপেক্ষার অপেক্ষায়।

তোমার আঙুলে আঙুল ছুঁয়ে,
ফুটে থাকা ফুলের সমারোহে
দিগন্ত জুড়ে বসন্ত নেমে আসে,
বিলীন হয় গ্রীষ্ম-বর্ষা-শীত
আমার হৃদয়ের
ঋতুচক্রে।।