অনিন্দিতা, আজ বড্ড বাতাস উঠেছে পূবে।
তোমার বাড়ির কৃষ্ণচূড়ার ডালে-
যেন উষ্ণতাও কেঁদে উঠেছিল বারেবারে।
আমি দাঁড়িয়েছিলাম। দেখবো বলে একপলক।
তুমি ঠিক দাঁড়িয়ে আছ বারান্দায়।
তোমার চুলে যেন বৈশাখমাস।
আমার হাতের নিকোটিনে জমেছে দীর্ঘশ্বাস।
অনিন্দিতা! তুমি যদি বুঝতে!
তোমার ঠোঁটে কি এখনো রোদ হাসে?
নাকি অথৈজলে হারিয়ে গেছে চোখজোড়া?
মনে হয় ভালই আছ, দক্ষিণা রেলিং ধরে।
আর আমি? বাকিটা জীবন নাহয় র'লাম এমনই ভবঘুরে!
উফ অনিন্দিতা! এত আঁধার কেন পথে গো!
ঠিক এখানটায়! এত কাছাকাছি তুমি!
তাও দেখছি না তুমি হাসছো কিনা! গাইছো কিনা!
"কৃষ্ণ যেন রাঁধার খোপায় ফুলের ভোমরা খোঁজে "
একটা কথা জানো অনিন্দিতা?
বোধহয় তোমায় ভালবাসি, ভালবাসি মনেপ্রাণে।