নীল পাখিদের রাজ নেই আর।
ভেঙ্গে দিয়েছে।
শুভ্র বেশধারী তুষার প্রহরী।
অবলা প্রহরী।
সমস্ত আকাশ এখন,
পূজোনত হয় মেঘেদের দরবারে।
ধূসরের সাথে মিশে যায়,
আলোর পুঞ্জি গড়ে তলে
অবরুদ্ধ প্রভাদ।
মেঘের মরুভূমি আজ রবির দখলে।
তাই নর্তকী শালিকেরা
বিচরণে মুখোরিত করে "আকাশবাংলা"
এ সবুজ নয়।
নয় লালে মাখা মানচিত্র।
এ বাংলার ছকে থাকে না বঙ্গসাগর!
এ বাংলার আকাশে চন্দ্র উঠে না।
তবুও এই স্বপ্নময় খয়েরী বাস্তবে,
আর নীলের সাথে শুভ্রের সংগ্রামে
সৃষ্টি এ বাংলার।
কেন তোমরা জান না?
স্বাধীনতা মানেই তো বাংলা।
স্বাধীনতা মানেই তো বাংলা।
স্বাধীনতা মানেই তো বাংলা।
"তবে ভেবে রেখ,
এর ঠিক অপরপাশের দক্ষিণে
যে রাজ্যটি আছে!
সেখানে অধরাবায়ুতে ঘুম খেলে।
তাই তো সকলেই বুজে থাকে চোখ।
সকালে বিকেলে।
তার নাম কি জান?
বাংলাদেশ"