তোমাকে চাই, শুধু তোমাকে চাই!
তোমাকে চাই ভালোবাসতে
তোমাকে চাই শুধু আমার করে নিতে,
তোমাকে চাই নতুন করে পেতে।
কোনো এক অজানা দেশে হারাতে চাই,
কোনো এক গোধূলি বিকেলে তোমাকে চাই।
হৃদয়ের কল্পনায় শুধু তোমাকে পাই,
স্বয়নে স্বপনে জাগরণে শুধু তোমাকে চাই।
শত সহস্র নক্ষত্রের মাঝে তোমাকে চাই,
সাগড় পাড়ে নীল দিগন্তে তোমাকে চাই।
শীতের প্রভাতে কুয়াশার মাঝে তোমাকে চাই,
আষাঢ়ের মেঘলা দিনেও আমি তোমাকে চাই।
তোমাকে চাই আমি হাজারও কাজের ফাঁকে,
তোমাকে চাই আমার কাব্যের ঠিক শেষে।
তোমাকে চাই আমি আবেগে অভিমানে,
তোমাকে চাই জীবনের প্রতিটি সংগ্ৰামে।
তোমাকে চাই, শুধু তোমাকে চাই
শেষ পর্যন্ত আমি তোমাকেই চাই।