স্বপ্ন উড়ান
মৃণাল চক্রবর্তী
স্বপ্ন'রা আজ কড়া নাড়ছে,
দূর আকাশে উড়বে বলে।
স্বপ্নের ঘোরে পাড়ি দেবে আজ,
অজানা দেশের প্রকৃতির কোলে।।
যেখানে, প্রজাপতিরা পাখা মেলে
ঘুরে বেড়ায় ফুলে ফুলে।
প্রসূন ভরা সুরম্য কাননে,
ময়ূরেরা নাচে পেখম তুলে।।
স্বপ্নেরা আজ উড়ান হয়ে,
মেলবে ডানা উড়বে গগনে।
পাহাড় পর্বত নদী পেরিয়ে,
উড়ে যাবে সেই দূর দিগন্তে।।
স্বপ্নগুলো এক হয়ে সব,
সাধ জেগেছে আকাশ ছোঁবে।
ইচ্ছে গুলো পূর্ণ হয়ে আজ,
নতূন ভোরে উঠবে জেগে।।
সার্থক হলো আজ কলমখানি,
জুড়িয়ে গেলো মোর মন-প্রাণ।
বিভোর হয়ে এঁকে চলেছি,
ইচ্ছে ডানার স্বপ্ন উড়ান।।