প্রথম দেখা প্রেম
মৃণাল চক্রবর্তী

কোনো এক স্বপ্নের ভেলায় পেয়েছি তোমায়। 
তুমি রয়েছো মোর এই হৃদয়ের আঙিনায়।।
রামধনু রঙে আসলে তুমি আমার জীবনে। 
তোমায় নিয়ে স্বপ্ন দেখেছি মনের গহীনে।। 

মনে পড়ে সেই চব্বিশে মার্চের কথা। 
প্রথম যেদিন পেয়েছিলাম তোমার দেখা।। 
ফিরদগঞ্জের ওই সরজূ নদীর তীরে। 
তুমি বসে ছিলে পলাশ গাছের তলে।। 
আমি এসেছিলাম নৌকায় করে এই পাড়ে।
সময়টা ঠিক মনে পড়ে সেই সাঁঝ বিকেলে।

কাজল চেরা নয়নে তাকিয়ে ছিলে এক পলকে। 
ঝরনার ফোয়ারা খেলছিলো তোমার খোলা চুলে। 
নীল শাড়িতে তুমি বেশ ভালোই লাগছিলে।
পায়ে নুপুরের ঝলকানি এখনও বাজে কানে। 
তারপর কোথায় যে তুমি হারিয়ে গেলে। 
ওই নদীর পাড়ে পলাশ বনের বহু দূরে।। 

সেদিন থেকে পড়েছিলাম তোমার প্রেমে। 
সযত্নে রেখেছি তোমায় এই মনের ফ্রেমে।।
জানি তুমি আবারও আসবে ফিরে।
প্রতিক্ষায় আছি সেই সরজূ নদীর তীরে।।