শিরোনামে : - নবমী নিশি
কলমে : - মৃণাল চক্রবর্তী
ওহে রজনী চলে যেওনা, থেকে যাও মোর ঘরে।
আকুতি করি ওহে নিশি, রক্ষা করো হে মোরে।।
তুমি কি মায়ের মমতা বোঝোনা, তুমি কি হলে পাষাণ।
এক্ষুনি চাইনা আমার কন্যার, হয়ে যাক শেষ ভাষান।।
এত দিন পর ফিরে এলো কোলে, ছাড়তে চাইনা তারে।
ভোলা যে পাগলা ভস্ম মেখে, পড়ে থাকে শ্মশানে।।
তিনটে দিন ছিলো মোর হৃদয়ে, করেছি অনেক আদর।
ছাড়তে চাইনা কোনোদিনও তারে, হয়নি কখনও অনাদর।।
কন্যা যে ছিলো অনেক সুখেতে , চলে গেলো আমারে ছেড়ে।
ভিখারী সে ভোলা ভিক্ষা করে বেড়ায়, দেবতাদের দ্বারে দ্বারে।।
পাগলা ভোলা ছল করে তাকে, নিলো মোর হতে কেড়ে।
ওর কাছে উমা কোনোদিনই, থাকে না যে সুখে।।
শতবারকরে গিরিকে করেছিলাম আবেদন, শোনেননি মোর কথা।
উমাকে তুলে দিয়ে ভোলার হাতে, মোর বুকে দিলো ব্যাথা।।
তাই তো তোমারে কৃতাঞ্জলি দিয়ে, করছি হে আহবান।
ওহে নবমী নিশি রয়ে যেও, না হও রে অবসান।।