শিরোনামে : - মোদের গর্ব বাংলা ভাষা
কলমে : - মৃণাল চক্রবর্তী
বঙ্গ আমার জন্মভূমি, মাতৃভাষা বাংলা।
রক্তে রাঙানো সেই দিনটি, তোমরা যেন ভুলোনা।
বাংলা মানে মোদের প্রাণ, বাংলা মানে আশা।
গর্ব করে বলতে পারি, বাংলা মাতৃভাষা।।
মনে পড়ে সেই দিনটি, একুশে ফেব্রুয়ারি।
শুনো তবে ভয়ঙ্কর সেই, বাহান্নের কাহিনী।।
শাষক সেদিন শুরু করে, তুমুল সে কি যুদ্ধ।
সেদিন আমরা সবাই মিলে, করেছিলাম প্রতিরুদ্ধ।
কতোই না অস্ত্রের বাহার, কামান-বারুদ-গোলা।
তার বিরুদ্ধে বাঁশ লাঠিতেই, পালিয়ে ছিলো ওরা।
বাংলা মায়ের সন্তানদের, ঝড়লো কত রক্ত।
এক ইঞ্চিও জমি ছাড়েনি, বাংলা মায়ের ভক্ত।।
একসাথে পথে নামে, শ্রমিক-মজুদ-কৃষকেরা।।
বুক ফুলিয়ে প্রাণ দিলো, সামাল বরকত রফিকেরা।
আইন করে জারি করলো, উর্দু হবে রাষ্ট্রভাষা।
বাংলা মোদের জন্মভূমি, বাংলাই হবে মাতৃভাষা।।
যুদ্ধ হলো রক্ত ঝড়লো, শহীদ হলো কত প্রাণ।
তবুও বেঁচে থাকলো, মোদের এই বাংলার মান।
শেষ পর্যন্ত বাধ্য হয়ে, পিছু হটলো শাষকেরা।
বঙ্গ আবার জয়ী হলো, জয়ী হলো বাঙালীরা।।
বাংলা মোদের মাতৃভাষা, বাংলা মোদের গৌরব।
বিশ্ব মাঝে ছড়িয়ে পড়ুক, বাংলা ভাষার সৌরভ।।
সারা জীবন মনে থাকবে, একুশের এই রক্ত লেখা।
বাংলা মোদের প্রাণ, বাংলা মোদের ভালোবাসা।