দেশটার হয়েছে আজ বড্ড অসুখ, আষ্টেপৃষ্ঠে রেখেছে।
কর্মের জোগান বাড়ছে না, বরং বেকারত্ব বেড়েছে।।
বাক্ স্বাধীনতা হচ্ছে চুরি, গনতন্ত্র মরছে আজ।
কৃষকের ভাত নেই, শ্রমিকেরা হারাচ্ছে কাজ।।
তাইতো বলি বিদ্রোহী হও প্রতিবাদ করো, হাতে হাত রেখে এগিয়ে চলো।
শিক্ষা আজ হয়েছে বিক্রি, রাস্তায় বসে মেধা।
গলা তুলে সান্ত্বনা দেয়, গনতন্ত্রের ওই দাদা।।
চোখের সামনে হারাচ্ছে ইজ্জত, মায়ের সন্মান হানি।
তোমরা তো তাদের কিছুই করবে না, সেটা আমরা জানি।।
তাইতো বলি বিদ্রোহী হও প্রতিবাদ করো, হাতে হাত রেখে এগিয়ে চলো।
দুর্গাপূজা করে কি হবে, নিয়েছো কি তাদের খোঁজ!
রাস্তাঘাটে তোমারই দাদা, করে লাঞ্ছিত রোজ রোজ।।
অপরাধিতে দেশ ভরে গেছে, দুষ্টেরা করছে শাষন।
একসাথে হলে আমরাই পারবো, করতে তাদের দমন।।
তাইতো বলি বিদ্রোহী হও প্রতিবাদ করো, হাতে হাত রেখে এগিয়ে চলো।
ধর্মের নামে কেচ্ছা চলছে, অসুরক্ষিত হচ্ছে নারীরা।
তাদের মুখে আমরা কি সবাই, ঝাঁমা ঘষে দিতে পারি না ?
প্রতিবাদি হলে গলা চিপে ধরে, দেয় আইনের ভয়।
সবাই মিলে একসাথে বলি, হবে বিদ্রোহের জয়।
তাইতো বলি বিদ্রোহী হও প্রতিবাদ করো, হাতে হাত রেখে এগিয়ে চলো।
দেশটা তো আমাদেরই, আমরাই করবো ঠিক।।
যাদের জন্য দেশের এই অবস্থা, তাদের শত ধিক্।
আমি তো এক অভাগা কবি, প্রতিবাদ কবিতায় জাগে।
ভুল কিছু বলে থাকি, তবে ক্ষমা করো মোরে।
তাইতো বলি বিদ্রোহী হও প্রতিবাদ করো, হাতে হাত রেখে এগিয়ে চলো।