অনুভূতিগুলো আজ না বলাই থাক প্রিয়ে,
থেকে যাক  মোর হৃদয়ের অন্তরালে।
আমি তো পারিনা কিছুই তোমায় বলতে,
আমি যে পারি শুধু অনুভূতিগুলো লিখতে।
কথা দিয়েও তুমি এলে না মোর অন্তরে,
না ফেরার দেশে চলে গেলে ওগো প্রিয়ে!

পেয়েছিলাম তোমায় কোনো এক আঁধারি বিকেলে,
সেই পাতা ঝড়া উষ্ণ এক বসন্ত দিনে।
তুমি এসেছিলে এক অপরূপ বৈকুণ্ঠ বেসে,
তোমায় রেখেছিলাম মোর এই অন্তরের দেশে।
কত আপন লেগেছিলো তোমায় সেই দিনে,
এক অদ্ভুত অনুভূতি জেগেছিলো মোর হুদয়ে।

হঠাৎ কোনো একদিন তুমি যে কোথায় গেলে,
আজও যে  পেলাম না আমি তোমায় খুঁজে ।
জমতে থাকলো ধুলো মোর মনের কার্নিশে,
অনুভূতির শব্দগুলোও যেন গেল হারিয়ে।

অপেক্ষাকৃত এই মন কাঁদে তোমার বিরহে,
তুমি কি আবার আসবে ফিরে মোর হৃদয়ে?
তোমায় কি আর পাবো ফিরে ওগো প্রিয়ে,
নাকি থেকে যাবে অনুভুতিগুলো সেই অন্তরালে?