যেতে হবে একদিন,চলে যাব ভাই।
কেন এত চিন্তন শুধু অযথা'ই?
নাটকের দুনিয়ায় এসেছিলাম হেসে।
চলে যাব কভু ঠিক অভিনয় শেষে!
বড় জোর ছবি খানা আধুনিক ফ্রেমে,
থেকে যাবে কিছু দিন,সাল-শিরোনামে।
তাই সদা চাহে মন এই তাসের ঘরে,
সাধারণ অতি মানব হই বারে-বারে।
নেই মান-অভিমান কর্মটা সৎ পথে।
পরিবারে মশগুল মহা মসিবতে।
যাকে দিয়ে কারো ক্ষতি স্বপ্নের মত।
অবসাদে খেদ রাখে ডায়েরিতে যত।
এই হাটে সদা মোর একই আয়োজন।
কবে হব সৎ মানুষ টেনে উদাহরণ?
হতে পারি যদি সেই মাটির মানুষ,
থাকবেনা যার কোন এতখানি কলুষ।
তবেই আমি সার্থক,হব পৃথিবীতে।
সত্যি এক মানুষ আমি এই ছোট গ্রহে!
ক্ষণিকের এই ঘর নহে চিরন্তন।
সারাদিন কষে তবু খুঁজি ব্যাকরণ।
জীবনের অবিধানে শেষে সাদা পাতা।
অতঃপর যমদূত দেয় হালখাতা!
গোছাবার নাই কিছু ওহে বসুমতি,
চলে যাব এখনি সকাশে কালো হাতি!
জীবনের এই পাঠ হবে না'কো আর।
যদি কভু মন চায় আমায় জানিবার,
খুলে দেখ ডায়েরিটা দিয়ে শত চুমি।
পাবে ঠিক আমাকেই চির সংগ্রামী।
বাঁচিবার চাই আমি মরণের গহীন।
পৃথিবীর এই রঙে যদি হই অমলিন।