হোকনা যতই এবড়ো থেবড়ো জীবন চলার পথ।
চলব তবুও স্থীর লক্ষ্যে আশায় করিয়া ব্রত।
কোথায় কখন থামব আমি সময় দেবে বলে।
হয়তো জয়-নয়তো জ্ঞান,পথে পথে কুড়াইলে!
সময় একদিন বলবে কথা আমার আপন হয়ে।
প্রয়োজন নেই সে হতভাগাদের,সেদিনের পরিচয়ে!