কেমন আছো আমার জন্ম ভূমি প্রিয় বাংলাদেশ?
কোথায় তুমি কোথায় আমি আজকে নিরুদ্দেশ!
একটি বছর হয়ে গেল পাইনি তোমার দেখা।
এই প্রবাসে তোমায় ছাড়া আমরা ভীষণ একা।
বাংলা আমার জন্ম ভূমি,এই বাংলাতে সংসার।
তুমি আছো অতন্দ্র প্রহরী বুকে নিয়ে সবাকার।
তাই জানিতে চাইছে হৃদয়,ঠাসা কচুরিপানায়,
ফুল কি ফুটেছে?আগের মতই স্তব্ধ নির্জনতায়।
দিগন্ত বিস্তৃত খেসারি ফুল,মাশ কলাইয়ের সাথে,
ফুটেছে নাকি মাদারের পুষ্প হারানো মেঠোপথে?
ডোল কলমিরা ফুটেছে আজো জানতে ইচ্ছে করে?
মেঠো পথের অঞ্জন কিংবা ঘাস ফুলেরা অনাদরে,
বেড়ে ওঠে কি সেই আগের মত আকন্দ ফুল গুলো?
পাশে দোল খায় শিম ফুলেরা বাতাসে এলোমেলো।
সুরের মিতালির অংশ হওয়া গোধুলির পাখি গুলো,
আমাকে দিয়েছে এক অনাবিল শান্তি,মুঠো ভরা ধূলো।
আহা বাংলার এমন যত্ন খাতির আর কোথাও আছে?
জানিনা কোন স্বর্গীয় শিল্পী এই দেশটি বুনিয়াছে!
আবহমান বাংলার ঝড় বাদল কিংবা জলোচ্ছ্বাস,
বরণ করেছি সাদরে আমি সংগ্রামী মানুষের বাস।
দুঃখের অন্তেই সুখের পরশ যেমতি লাগে নিখাদ।
তেমনি মোদের শান্তিটাও ঠিক উজানে দেয়া বাঁধ।
বিচিত্র জনপদ প্রকৃতি এখানে মিলে মিশে একাকার।
বিপ্লবী সকল তবুও টিকে আছি আলো দিতে যে যার।
ভালো থেক আমার প্রাণের বাংলা গর্বে বসুন্ধরায়।
দেখা হবে হয়তো আবার ঐ দূর্বা ঘাসের বিছানায়।