আপনাদের নেয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো ভুল।
আপনাদের করা অনেক কাজ কেন যেন আমার ভুল মনে হয়।
তবে ভুলগুলো ইচ্ছাকৃত নাকি অনিচ্ছাবশত তা আমি জানিনা।
আমার জ্ঞান খুবই কম, অত হিসেব কষতে জানিনা।
আপনারা সঠিক সিদ্ধান্ত নিতে ভুলে যাচ্ছেন।
মানুষের জীবন, মৌলিক চাহিদা, অধিকার, নিরাপত্তা আর বিচার এগুলো এখন গৌণ বিষয়।
আপনাদের কাছে বছরে ক'জন লোক বিলিয়নিয়ার হলো সেটা গুরুত্বপূর্ণ।
আপনাদের কাছে গুরুত্বপূর্ণ ক'জন লোক এইবছর মহাকাশে ভ্রমণ করেছে।
আপনাদের কাছে মানবতা হলো এসি রুমে বসে-শুয়ে বিবৃতি দেয়া আর লাইভে এসে টক- শো করা।
আপনাদের কাছে জীবন হলো-যেভাবেই হোক টাকাকড়ি জমিয়ে উল্লাস আর বিলাসিতা করা।
আপনাদের কাছে অস্ত্র বড় দামী, যুদ্ধবিমান কিংবা সাবমেরিন।
ক্ষমতা আপনাদের প্রধান লক্ষ্য।তা আদায় করতে মানুষকে কচুকাটা করা আপনাদের কাছে জায়েজ।
আপনাদের কাছে দুর্নীতিই একমাত্র নীতি আর বাকি সব নীতি অপরাধ।
গণতন্ত্র, সমাজতন্ত্র অনেক পরের কথা।
মানবতা মার খাচ্ছে ঘরে ঘরে। পড়ে পড়ে। চোখের সামনে।
আপনারা আছেন দলবাজি নিয়ে, দল ভারী করবার ধান্দায়!
এই মার খাওয়া মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষদের নিয়েই আপনাদের রাজনীতি, সমাজনীতি, রাষ্ট্রনীতি, অর্থনীতি।
মানুষ বেচে বেচে আপনারা পৃথিবীতে বেঁচে আছেন,পৃথিবী চষে বেড়াচ্ছেন।
এভাবে যদি চলে,তবে পৃথিবী ধ্বংসের জন্য আপনারাই দায়ী থাকবেন।