প্রথম প্রহরে গল্প থাকে স্বপ্ন সুখের আলেয়ার মতো,
প্রথম জীবনে ছবি থাকে নীল আসমানের নীলিমার মতো,
প্রথম প্রেমে মায়া থাকে উষ্ণ প্রভার আলোর মতো,
প্রথম ভালোবাসায় আবেগ থাকে নীরব ভাবনার ছায়ার মতো।


প্রথম দেখায় কবিতা থাকে নির্জন কবির অশ্রুর মতো,
প্রথম লেখায় সত্য থাকে শিশুর পবিত্র প্রার্থনার মতো,
প্রথম জন্মে জীবন থাকে উজ্জ্বল জলসা যজ্ঞের মতো,
প্রথম মরণে দুঃখ থাকে ব্যথার অমর শ্রাবণের মতো।

প্রথম বিদায়ে স্নেহ থাকে আমার অস্ফুট কথার মতো,
প্রথম দোজখে অনল থাকে চির জ্বলন্ত তপ্ত শ্বাসের মতো।