শীতের সন্ধ্যায় কুয়াশার স্লোগান শোনা যায় আয়োজনে
কল্পিত নগরে দিশাহারা সঙ্গীত বেজে উঠে সুর করে
ময়ূরীর মায়াহীন নৃত্যের জলসা বসে রোজ আনমনে
তবু তুমি যেখানে ছিলে সেখানেই আছো অভিমানে।
শিশিরের মতো অভিমানে জমেছে তোমার মন।
শাহজাদী,তোমার কাজল চোখে আমার অগ্রহায়ণ।
অন্যসব ভুলে গিয়ে ব্যাকুল হয়ে তোমার পথে
নির্ভাবনার একটা জীবন কাটিয়ে দেয়ার স্বপ্ন খুঁজি।
রক্তগোলাপ মায়ার মুখে তাকিয়ে থেকে অভিলাষে
বেহিসাবে লুকিয়ে রাখা মায়াবতীর গল্প বুঝি।
হেয়ালির মতোন অভিমানে জমেছে তোমার মন।
শাহজাদী,তোমার কাজল চোখে আমার অগ্রহায়ণ।