প্রিয়ার কালো চোখে ত্রিঘাত সমীকরণ, খণ্ডিত কনিক,

সমাধান এলো অনায়াসে, ছেপে মহাকালের খবর,

সুরার ঘোরে খোদায়ী নিয়মের অনুরাগী ক্রিটিক-

তাঁর নামে সাক্ষ্য দেয় দূরস্থিত চাঁদের গহ্বর।