এই,তুমি কি দেখছো?
আজকের বিকেলটা মায়াবী আর নক্ষত্রের আলোয় কত উজ্জ্বল!
দিগন্ত তোমার দীঘল কেশ আর মেঘ তোমারই আঁচল।
এই,তুমি কি জানো?
গান গাওয়া পাখি সুর ভুলেছে তোমার চাহনিতে একবার চেয়ে,
দখিণা হাওয়া আর সুখ-স্বপ্ন ভুল করেছে মানুষ না হয়ে।
এই,তুমি কি বোঝো?
একেলা যুবক দূর সীমানার কোন ভাষা নিয়েছে শিখে-
লোকেরা তাই খেপিয়েছে সেই একেলা উদাস প্রেমিককে।
এই তুমি কি শোনো?
দূর দরিয়ার স্রোতহীন গভীর নির্জন আলাপন?
বিস্মৃত সেই ধ্বনি আর বাকহীন নিরল বিস্তর আগমন?
এই তুমি কি ভাবো?
নগরের প্রতিটা সোডিয়াম লাইট আর ল্যাম্পপোস্ট আজ আহত-
তোমার স্পর্শ যেন সন্ধ্যাতারায় তাই জগতের সব ফোটন কণাও আলোড়িত।