তোমার চোখেতে আমার ছবি থাকে-
তাই আমার বুক পকেটের আড়ালে যে হৃদয়;
সেখানেও তুমি,আর তুমি কবিতা হয়ে-
আপেক্ষিকতা ভেদ করে মধুর করেছ সময়।
তোমার মুখের ভাষা যেন আমাকে-
শুধুই আমাকে ঘিরে সাজিয়েছে বর্ণসব,
তাই আমার কণ্ঠস্বরেও প্রতিধ্বনিত তোমার কথামালা-
তোমায় নিয়ে নক্ষত্রেও ভিন্ন কলরব।
আমার মনেতে রজনীগন্ধা ফোঁটার প্রহরে-
তুমি অপটু হাতে আমার প্রশ্বাসে-
যে ঘ্রাণ নিয়ে স্পর্শ কর-
আমিও হৃষ্ট প্রবৃত্তে তোমার আশ্বাসে-
সে ঘন অতীন্দ্রিয় ভালবাসার ঘ্রাণ নিয়ে,
ঘুমিয়ে পড়ি আকাশলীনার আলোতে।
তুমি কি তখনো আমায় মনে কর?
তুমি তো আমার আজন্ম মাহবুবা আর আজিজা-
আমিও কি তোমার বন্ধুমহলে আড্ডার প্রসঙ্গ-গল্প?
হৃদ-বাগিচায় তুমি তো আমার পুষ্প-সাদিক্বা,
আমিও কি তোমার স্বপ্ন আর প্রাচীন প্রেমের চিত্রকল্প?
তুমি তো আমার বজ্রনাদ আর গহীনের স্পন্দন-
আমিও কি তোমার মুক্ত আলোর আকুল শিহরণ?
তুমি তো আমার স্পষ্ট মর্মের ধ্বনি জবানবন্দি-
আমিও কি তোমার সুর সাগরের হিম-হিমালয় সন্ধি?
তুমি তো আমার অশ্রু-সীমা বন্ধন আর যোজন
আমিও কি তোমার আল-কেমি কিংবা স্বীকৃত বিজ্ঞজন?
তুমি তো আমার কল্লোলিনী,আলেয়ার ধরণী-
আমিও কি তোমার ব্যথিত মনের শিফা-সঙ্গিনী?