লাভের আশায় প্রেম করিনি, এ প্রেম অশ্রু দিয়ে কেনা
বন্য প্রেমের জন্য দায়, আসল প্রেমিক চেনা
নীড়ে ফিরে সাঁঝের পাখি, কষ্টে মেটায় দেনা।
তোতা পাখি, ময়না পাখি, ডাকতাম কত নামে
মাধুর্য্যময় কাব্য লিখতাম, মায়া জড়ানো খামে
কেউ কখনও জানতো না, কতটা আমি পাগল তোমার প্রেমে।
ভুল বুঝিনি, ভুল করিনি, নিয়তির এমন খেলা
ললনা তোমার অন্ধ প্রেমের, অর্জন শুধুই অবহেলা
তেপান্তরে যাব একদিন, ফিরবো না আর সাঁঝের বেলা।
পাহাড় থেকে ফুল এনেছি, তোমার খোঁপায় গাঁথব বলে
রক্ত দিয়ে শপথ করেছি, মরে যাব তুমি অন্য কারও হলে
বকুল ফুলের গাঁথা মালা, হয়নি তোমায় দেওয়া
না হোক কিছু স্বপ্ন পূরণ, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ পাওয়া।
প্রতিটি লাইনের প্রথম অক্ষর দিয়ে,
"লাবনী তোমাকে ভুলতে পারব না"