গ্রীষ্মের তপ্ত দুপুরে
মেঠো পথে একলা হাঁটা হে তরুণী,
দাঁড়িয়ে দেখতাম তোমারে পথের ধারে
ভালোবাসি কোনোদিন বলতে পারিনি।
তুমি ঠিকই বুঝতে কোনো এক বখাটে
খুব গোপনে তোমার পিছু পিছু হাঁটে।
তোমার নিরব চোখের সেই ভালোবাসার সম্মতি
আমারে দিয়েছে উদাত্ত প্রশ্রয় আর প্রতীতি।

ফুলের প্রশ্রয়ে যেমন প্রজাপতি
বারবার ফিরে আসে মধু নিতে,
পাকা ফসলের প্রশ্রয়ে যেমন ঘাসফড়িং
গ্রীষ্মের মাঠে উড়ে নৃত্যের আনন্দে মাতে,
তোমার প্রশ্রয়ে তেমন আমি কবি হয়েছি
কবিতার খাতা নিয়ে আজ জেগে আছি রজনীতে।

কোথায় যেন পড়েছিলাম,
কবিদের মনে একক প্রেম স্থায়ী হয় না,
সত্যি কি তাই? জানি না।
তবে, ভালোবাসা তোমারে দু'হাত ভরে দিয়েছে সুখ
আর আমারে দিয়েছে ঘৃণা।
হে তরুণী, আমি তোমার কাছে ঋণী।
কথা দিলাম আরেকটি জনম পেলে,
শোধ করে দিবো সব ঋণ
আরেকবার ভালোবাসা পেলে।