মেলল পাখা মেঘ আর শুকসারি
নতুন কুটুম আসবে আজ নন্দী বাড়ি
বহু প্রতীক্ষার পর বইছে খুশির বন্যা
বধু সেজেছে সাধনের জ্যেষ্ঠ কন্যা।

কত যত্ন কত মায়ায় আজ ঘোমটা উঠেছে মাথায়
উজ্জ্বল হয়েছে হাত দুটো, সোনায় বাধানো শাঁখায়
ঢাকিরা বাজায় ঢাক, কাঁসরঘণ্টা আর সানাই
মুখরিত করে নন্দী বাড়ি, শঙ্খ-উলুধ্বনিতে সবাই।
গেইট বেঁধেছে মেয়ে-ছেলেরা, সভ্যতার আদিম সূত্র
নতুন জামাই আসবে বাড়ি, সুকুমারের দ্বিতীয় পুত্র।

এ চোখ ও চোখ কত চোখের তারার মেলায়
চোখে চোখে হয় শুভদৃষ্টি, সাধের ছাঁদনা তলায়।
সোহাগী সিঁথির সিঁদুর খেলায় শোভন ঘোষের নামে
সোহাগ বাঁধায় শোভন ঘোষ, সুইটি নামের খামে।