জীৎ নয়, এটা কথিত মনুষ্যত্বের হার,
বনের পশুও করে না কভু স্বজাতি আহার।
নেই কেউ দেখার এত অন্যায়-অত্যাচার,
রহিম রহমান! তুমি করো এর বিচার।

বিষে ভরা সমাজ আর ঘুণে ধরা জাতি,
নির্মমতা লজ্জিত আজ শিক্ষিতদের প্রতি।
মনুষ্যত্বের বিসর্জন হলো অমানুষের ভিড়ে,
একা মানুষ পরিবারহীন ফেরেনি আর ঘরে।

এক থালা ভাত আর ডাল-মাংসের ঋণ,
কত দামে শোধ হবে আর লাগবে কতদিন?
বেলা শেষে শোধ হলো ঋণ জীবন করলো দান,
লাগলো না খুব বেশি সময়, সেই মানব পুণ্যবান।

খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিরাপত্তা চাই দেশে
বাংলা মায়ের সন্তানেরা গর্জে উঠো বীরের বেশে,
রক্তে অর্জন স্বাধীনতা ধ্বংস না হোক অবশেষে।

প্রতিটি লাইনের প্রথম অক্ষর দিয়ে,
"জীবনের বিনিময়ে একবেলা খাবার"