কুহেলিকায় সিক্ত তোমার অনাবৃত বদন
মৃদু হাওয়ায় উড়ন্ত কেশ, যৌবনের দহন
শিশির ভেজা ঘাসের পথে পায়েল পায়ে চলা
নগ্ন নয়নের অপলক দৃষ্টি, হই আত্মভোলা।
খানিক অয়ন পেরিয়ে যখন বারেক ফিরে চাও
শূন্য হৃদয় উড়ায় তখন রঙিন পালের নাও।
সামনে যদি থাকে তোমার হলুদ মাখা তনু
ভ্রমরেরাও ছাড়তে পারে মধুময় পুষ্প রেণু।
প্রেমিক আমি নির্লজ্জের মতো তাকাই তোমার পানে
নেশাতুর চোখে মাতাল বনি, তোমার চুলের ঘ্রাণে
কখনও চাই স্পর্শ করতে, কখনও জাপটে ধরি হাত
প্রেমিক আমি রঙিন বানাই শীতের সুপ্রভাত।
কন্যা তুমি প্রেমিকা হবে? যাবে আমার সাথে?
তোমায় নিয়ে আমৃত্যু হাঁটবো, শিশির ভেজা পথে।
নদীর চড়ে ঘর বানাবো, পাশেই সরষে মাঠ
নিবিড় রজনীতে শেখাবো তোমায় প্রণয় লীলার পাঠ।
দেহের উপর দেহ রাখবো, দিলের উপর উন্মুক্ত দিল
আবির রঙে সাজাবো তোমায়, হলুদ হবে নীল।