অব নিশি মম আঁখি পানে তব ছবি,
না ফুরাইবে সাধ, তবু জাগিয়া উঠিবে রবি।
অন্তিমে নাহি লইলে মোর বিদায়,
আজি খোলা চিঠি মোর অম্বর ঠিকানায়।
পয়লা দর্শন তব মুখখানি,
পিঠের উপরে লুটায় কুন্তল বেণী।
কালো কেশে সাদা ঘোমটা, ঝাপটা বারীস বহন
নগ্ন বদন সিক্ত হইলো, নেশায় মজিল মন।
আঁচল সরিল, মিহির জাগিল, শুকাইলো পুষ্কর
দ্বিতীয় প্রেমের প্রথম নেশা, সাক্ষী রহিল অম্বর।
সিন্ধু খুঁজিয়া পদ্ম তুলিয়া, সাজায়েছি তব খোপা
নব্য প্রেমের পরশ পাইয়া জাগিয়াছে তব ত্রপা।
বর্ষা শরৎ হেমন্ত গেল শীতকালের এক দিন,
তব অঙ্গনে জমিল মম রক্ত শালুকের ঋণ।
অতঃপর কত অপেক্ষা, দিন মাস বছর
কত শীত আর বসন্ত গেল, লইলে না মোর খবর।
অব নিশি জাগিয়া রই, কাটে না মম ক্ষণ
শশী'রে কই থাক রে তুই, সইবে না মোর রবির দহন।