সেই কবে একবার চেয়েছিলাম তোমারে
আমার মনের মতো করে,
এখন আর চাই না,
মরে গেছে সব দুরারোগ্য বাসনা।
এখন আমি আঁধারে বসে
আঁধারের শব্দ শুনি,
আনমনে কখনও ফিরে যাই পিছে
শুনিনা আর পায়েল কঙ্কণ ধ্বনি।
পুরো জীবনটা এখন ফাঁকা লাশ
খুঁড়া পায়ে হাঁটে সব অভিলাষ।
অথচ একদিন তোমারে দিয়া আমি
আমারে ভালোবাসায়ে লইতাম,
দুধের উপর ভাসা সরের মতো
দুজন দুজনায় ভেসে থাকতাম।

জানি না প্রেমিকার কাছে
কেন যায় প্রেমিক
দুজন দুজনার হাতে রাখে হাত,
কেন তারা বুঝে না কখন
সময় হয় ফিরে যাবার,
কেন তারা স্বপ্ন দেখে
দেখা হবে আবার!
আসলে হয় না কখনো আর।