তুমি যাকে খুঁজিতেছিলে,
সে আমি ছিলাম
তুমি যাকে স্বপ্নে দেখেছিলে,
সে আমি ছিলাম
তুমি যার জন্য অমনোযোগী ছিলে,
সেও আমি ছিলাম
তুমি যার ডাক শুনেছিলে,
সেটা আমার ছিলো
তুমি জানালায় যেই শব্দ শুনেছিলে,
সেটাও আমার ছিলো।

তোমার দেখা স্বপ্নে
আমি তোমার জানালায় এসেছিলাম
ডেকেছিলাম তোমার নাম ধরে
তোমার দৃষ্টি ছিলো ওই জানালার দিকে
তাই খুঁজে পাচ্ছিলে না আমারে।
তখন যদি বুকে হাত দিয়ে দেখতে
তবে হৃৎস্পন্দনে আমারে পেতে।
আমিতো এসেছিলাম তোমার কল্পনায়
গোপনে নিবেদন করেছি প্রেম
আর কানেতে বলেছিলাম কথা
জানালায় নয়।