কি চেয়েছিলে?
এক চুমুকে আমৃত্যুর সুধা পান করে
মৃত্যুকে জয় করতে চেয়েছিলাম।
কেন চেয়েছিলে?
তার অপেক্ষার প্রশান্তিটা কখনও হারাতে চাইনি বলে।
কি হতো হারালে?
আবার নতুন করে অপেক্ষা করতে হতো।
একটা দীর্ঘ বিরতি
তারপর নতুন একটা স্বাদ
হয়তো তৃপ্ত কিংবা অতৃপ্ত।
কি করে বুঝলে?
বুঝিনি, অনুমান করে বললাম।
কিভাবে?
পরজনম কি এই পৃথিবীতেই হতো,
নাকি অন্য কোথাও!
সেখানে কি বৃষ্টি হতো?
বৃষ্টিতে ভেজা কোনো এক সাদা কবুতর
কোমল রোদের আলিঙ্গনে
উষ্ণ হবার আকুতি নিয়ে
লাল শাপলার পাপড়ি ঠোঁটে করে
তার খবর কি নিয়ে আসতো আমার কাছে?
জানি না তো!
তাই চাই না আমি পরজনম,
অপেক্ষা আর না-ই বা ফুরালো
ভালোবাসি এক জনম।