বহুদিন পর হঠাৎ হলো দেখা
চোখে ছিলনা প্রিয় কাজলরেখা,
উল্লাসে বাহুডোরে বাঁধিতে সংশয়
পাছে লোকে যদি কিছু কয়।
জমে থাকা না বলা অনেক কথা
শুধু হৃদয় জুড়ে হাহাকার আর ব্যথা।

আমার নিঃশব্দ চিৎকার শুনেছ কি তুমি,
আজ কিন্তু করিনি আগের মতো পাগলামি।
বলিনি হাতটা ধরো, কাঁধে মাথা রেখে কও কথা
ভালোবাসি বলো ভেঙে রাত্রির নিরবতা।

তোমার দুচোখে স্পষ্ট অতীতের স্বপ্ন ছায়া,
তবুও ডাকিনি প্রিয় নাম ধরে, সে নামে মহা মায়া।
চাই না আর মনে রাখো মোরে, প্রাণ ভরে করো ঘৃণা
আজও চিৎকার করে কাঁদি, একা লাগে তুমি হীনা।

শেষবার শুধু দেখেছিলাম ফিরে
আমায় হরণ করা সেই চাহনি,
দু'হাত তুলে করেছি আশীষ
ভালো থেকো আমার নন্দিনী।