করেছ হৃদয় হরন
তুমি মন খারাপের কারণ,
উচ্ছ্বলতাও তোমার মাঝেই
তবুও হাসতে করেছ বারন।
না-ই বা হাসলাম না-ই বা কাঁদলাম
যোগ দিব উদাসিনীদের দলে,
তাহলেই কি পাব তোমায়!
স্নান করাবে চন্দন জলে?
না-ই বা ছুঁলাম মেঘ রাশিকে
না-ই বা গেলাম সাগর পাড়ে
তোমার মাঝেই বসত গড়বো
তোমার মাঝেই ডুব,
তাহলেই কি পাবো তোমায়!
আগলে রাখবে যতন করে খুব?
না-ই বা গেলাম দূরে কোথাও
ছেড়েই দিলাম আপন মানুষ,
তাহলেই কি পাবো তোমায়!
হবো কি তোমার মনের মানুষ?
না-ই বা দেখলাম অন্য আকাশ
না-ই বা টানলাম নাটাই ঘুড়ি,
তাহলেই কি পাবো তোমায়!
হবো কি তোমার পেন্সিলে আঁকা পরী?
জানি উত্তর নেই,
তবুও বুক বাঁধিব আশায়,
সন্ধ্যা পূজার ঘণ্টা বাজে
হে প্রিয়, চির বিদায়।