সূর্যের কাছে এসেছিলাম ভীষণ রাগে,
খুব কঠিন প্রতিশোধ নিবো সূর্য ডুবার আগে,
এসে দেখি হায়!
পশ্চিম আকাশে সে বিলীন হয়ে যায় যায়।
ভেবেই নিলাম নদীর জলে আটকে রাখব
ওর উপরেই সূর্য স্নানের সাঁতার কাটব,
কিন্তু তখন যে গোধূলি বেলা_
সূর্য যাবে তার আপন স্থানে,
এটাই যেন প্রকৃতির নিরলস খেলা।
ধরতে গিয়ে আর ধরা হলো না
প্রতিশোধের সেই ইচ্ছেটাও গেলো দমে,
নদীর পাড়ের মায়াবী সূর্যাস্ত দেখে
ডুবে গেলাম গোধূলির প্রেমে।