আমি হারায়েছি পথ,
তুমি খুঁজিতেছ আমারে।
তুমি হারায়েছ আমারে,
আমি পাইনি তোমারে।
খুঁজিতে খুঁজিতে আমারে,
এসে দাঁড়ালে তুমি পথের পাড়ে।
খুঁজিতে খুঁজিতে আমি পথেরে,
এসে দাঁড়ালাম তোমার পরে।
তুমি দেখিতেছিলে পথেরে,
আর আমি দেখিতেছিলাম তোমারে।
হঠাৎ দাঁড়ালে তুমি বদন তোলে।
চোখে চোখ পরার আগেই
ঝড় আসলো প্রান্তরে।
এবার হারিয়েছি আমি তোমারে,
আর তুমি হারিয়েছ পথেরে।
আবার শুরু হলো খোঁজা
খুঁজতে খুঁজতে আবার হলো দেখা।
এবার যে সন্ধ্যা হয়ে গেল
তুমি পেয়েছিলে আমারে,
আমি ধরতে পারছিলাম না তোমারে।
এই না পেয়েও হারানোর খেলায়,
ক্লান্ত হয়ে বসে পরলাম আঁধারে।
বিষন্ন মনে তাকালাম গগন পানে,
দেখিতে পাইলাম আমি তোমারে।
বাঁশি বাজাইলাম প্রাণ ভরে,
তুমি নাচিলে গগন জুড়ে।
মনে হইতেছিল তুমি কত চেনা,
আজ মিলনের হাজার বছর পূর্তি
ওটা কি তুমিই ছিলে!
নাকি আমার কল্পনায় ছিল তোমার
ধোঁয়ার মূর্তি।