সেদিনও বৃষ্টি ছিল
তুমি এসেছিলে রংধনু হয়ে
রাঙিয়েছিলে আমায় তোমার রং এ
এত রং!
তখন কি আর বর্ষা থাকে_
বর্ষায় বসন্ত এসেছিল আমার মনে।
তবুও কয়েক ফোঁটা বৃষ্টিতে
মন ভিজিয়েছিলে তুমি।

মধ্য দুপুর, নিঝুম বৃষ্টি,
তিন রাস্তার মোর,
তোমার দিকে আমার দৃষ্টি।
নিস্তব্ধ চারপাশ,
শোনা যাচ্ছিল শুধু
বৃষ্টি আর বাতাসের আওয়াজ।
মেঘে মেঘে হয়েছিল সাক্ষাৎ,
তোমাকে ছোঁয়ার ব্যাকুলতায়
কাঁপছিল আমার হাত।

ছাতা হাতে হাঁটছিলে তুমি,
আর আমি হাঁটছিলাম  তোমার পিছু_
হঠাৎ থমকে গেলে,
পিছু ফিরে ডাকলে আমায়।
ভয়ে গেলাম না,
তারপর তুমিই এলে।
ঐ দিনই প্রথম চোখে চোখ রাখলে,
আমায় উদাস করা সে চোখ।

ছাতাটা উড়িয়ে দিয়ে হাওয়ায়,
জিজ্ঞেস করেছিলে আমায়,
"আমায় ভালোবাসো?"
লজ্জায় জিহ্বায় কামড় দিয়ে চলে এসেছিলাম।
সেদিন বলতে পারিনি
বলেছিলাম অন্য একদিন,
সেদিন বসন্ত ছিলো।
কিন্তু ওই যে,
বসন্তে বৃষ্টির ফোঁটা
হয়তো ভিজিয়েছিল তোমার মন কেও।
সেদিন বলেছিলাম,
"ভালোবাসি তোমায়"।

অঝোরে কেঁদেছিলে তুমি।
জানি না কি ছিলো সেই কান্নায়
আশীর্বাদ, নাকি অভিশাপ।
আজ তুমি প্রবাসে,
হ্যাঁ, প্রবাসই তো,
দূরে থাকার নাম-ই তো প্রবাস।

আজও বৃষ্টি হচ্ছে,
একা পথে হাঁটছি আমি।
বৃষ্টি আছে, বাতাস আছে,
সেই তিন রাস্তার মোরটাও আছে,
কিন্তু আমার সামনে
ছাতা মাথায় নেই শুধু তুমি।
দূর থেকে ভেসে আসছে,
"তুই ফেলে এসেছিস কারে মন
মন রে আমার"
সত্যিই ফেলে এসেছি,
তোমার আমার সত্তাকে।
অনেকটা দূরে থেকেও
এখনও খুঁজে বেড়াই,
দেবীর মতো সেই তোমাকে।