তুমি এসো কোনো এক নিরব বসন্তে
পলাশ বনে হারিয়ে যেও আপনার অজান্তে
কোকিল হয়ে খুব গোপনে করো আগমন
কুহু সুরে ভরিয়ে দিও হৃদয় কানন
অন্তর তুমি মুখরিত করো মিষ্টি সুরে
হারাবো আমি তোমার সুরে বসন্তের দুপুরে।
আবার কখনও এসো তুমি প্রজাতির রূপে
আলতো করে ছুঁয়ে দিও গোপনে চুপেচুপে
তোমার ডানার বাহারি রং মাখিও আমার গায়
শিহরিত করো হৃদয় মন শীতল স্নিগ্ধতায়
বারবার তুমি এসো ফিরে আমার জীর্ণ নীড়ে
হারাবো আমি তোমার রূপে বসন্তের দুপুরে।
অথবা তুমি কখনও এসো রঙিন টিয়া হয়ে
বলবে কথা বসতে দিবো আমার নিরালায়ে
তোমার রূপের একটুখানি ছড়াবে আমার ঘরে
সাজবে আমার ছোট্ট কুটির বসন্তের দুপুরে।
কখনও কোকিল, কখনও প্রজাপতি, কখনও টিয়া পাখি
বুকের মধ্যে খুব যতনে আড়াল করে রাখি
এমন করেই বসন্ত সব আসুক জীবন জুড়ে
হারাবো আমি সেই কোনো এক বসন্তের দুপুরে।