ওরে সর্বনাশী, আমি আঁখি জলে ভাসি
কোথায় রইলি তুই অমানিশা
ইচ্ছে করে বাহুডোরে ঘেরি, নয়নেতে হেরি
মিটাই মোর দর্শন পিপাসা।
খুঁজি হৃদয় গহীনে শান্ত গগনে
নির্জনে কাননে তোর রূপ শিখা
সুমধুর বাণী কান পেতে শুনি
ঝনঝন কঙ্কণ ধ্বনি প্রেম মাখা।
নিবির আবেশে পরম পরশে
সজনী তোর কেশে প্রখর সুবাসে
কল্পনায় রাজ্য করি তৈরি
তোর সাথে প্রীতি করে চিরসাথী
দ্রবীভূত প্রণয় জিতব পালাবার ভয়
আসুক তুফান, অজয় বায়ু বৈরী।
যুগ যুগ ধরে, দুজন দুজনার করে
কঠোর শপথে বন্ধুর পথে
একটি জনম দিবো পাড়ি
বিরহ ভুলব চিরসুখে রব
এক জীবন করবো মন চুরি।

যদি না পাই তোরে জন্ম জন্মান্তর ধরে
আলোতে অন্ধকারে পাহাড়ে সমুদ্রে
চালাবো তাণ্ডবলীলা কথা দিলাম,
অনাহূত রাত সমাপ্তির ডাক
রক্তিম প্রভাত দরিয়ার বাঁক
করবো তোলপাড় শপথ নিলাম।
সজনীর মন সাত রাজার ধন
ছিনায়ে নিবো সব ভালোবাসা
ওরে সর্বনাশী, আমি বনবাসী
সমরে মিটাইবো প্রেম পিপাসা।