ভালোবাসি বলেই,
তোমার চোখে তাকিয়ে থাকি
নিস্তব্ধ হয়ে তোমার চঞ্চলতায়
আমার পৃথিবী খুঁজে বেড়াই।
ভালোবাসি বলেই,
তোমার কোলে মাথা রেখে চাঁদ দেখি
আকাশের চাঁদ নয়
কিন্তু ওই চাঁদের মতোই বাঁকা তোমার ঠোঁট।
ভালোবাসি বলেই,
মুঠো ভরে তোমার চুলগুলো নেই
নেশার মতো করে গন্ধ শুঁকি
আবার সেই চুলেতেই খোঁপা করে দেই।
ভালোবাসি বলেই,
আঁচল ভরে জল নেবার মতো করে
তোমার মুখটা তুলে ধরি
আলতো করে জলে ঠোঁট ছোঁয়ানোর মতো করে
তোমার ঠোঁটে ঠোঁট ছোঁয়াই।
ভালোবাসি বলেই,
কেবলই কষ্ট পাই
না রাখা কথাগুলো বারবার মনে করি
আবার সবকিছু ভুলে গিয়ে
তোমার হাতটাই শক্ত করে ধরি।
ভালোবাসি বলেই,
তোমায় স্বাধীনতা দিয়েছি
কখনও প্রশ্ন করি না
কোনো কিছুর ব্যাখ্যাও দিতে বলি না।
তারপরও যদি আমায় বুঝতে না পারো
যদি আর কখনোই ফিরে না আসো,
তাহলে সে দোষ তোমার নয়, আমার।
তখন বুঝব,
হয়তো কখনও ভালোই বাসতে পারিনি
অথবা বুঝাতেই পারিনি কতটা ভালোবাসি।