শিউলি ফুলের মাতাল করা গন্ধ, অষ্টমীর রাত
আধো আলো আধো ছায়া, অর্ধ বাঁকা চাঁদ
বসে আছি নীরব একা, স্মৃতির জানালা খোলা
মিষ্টি হাওয়া বলছে কানে, যা ছিলো সব ধুলা

নতুন আলো স্বপ্ন জাগায়, সামনে সুখের দিন
সুখের আশা অসুখ আনে, আরও বাড়ে ঋণ
ঝাপসা চোখে ধোঁয়া ভাসে, স্বপ্নের দহন
পুরনো বেদনার গন্ধ ভাসে, মানুষের মন

নিশিতে মিশে তোমার ধ্বনি, শরতে শ্রাবণ
মিটি মিটি আলোতে অধর হাসে, হৃদয়ে কাঁপন
কাঁপন ধরা বুকে তুমি অগ্নি শিখা, শীতের কুহেলিকা
দুর্ভিক্ষ সেই প্রণয়ে আজ, নগ্ন অনামিকা

আমার ভাবনার তুমি বিশালতা, শরতের নীল কথা
গভীর রজনীতে হৃদয় আঁকে, কষ্টে ভরা নকশি কাঁথা
আমি হারিয়েছি লাবণ্য, হৃদয়ে বইছে সুনামি
তুমি কষ্ট হয়েই থাক, আমার কষ্ট খুবই দামি