আমি দেখেছি তোমার চোখের কাজল।
খুব যত্ন করে তুমি
আলতো করে চোখে মাখো,
সব সময় তোমার চোখে চোখে রাখো।
আমারও ইচ্ছে করে
সব সময় তোমার চোখে চোখে থাকতে।
বানাবে আমায় তোমার চোখের কাজল?
কিংবা তোমার শাড়ির আঁচল!
তোমার শাড়ির আঁচল হতে খুব ইচ্ছে করে আমার।
তুমি তোমার শাড়ির আঁচলটা কাঁধের উপর দিয়ে এনে
তোমার অঙ্গে জড়িয়ে রাখো,
যখন অনেক বেশি খুশি থাকো_
তখন তুমি শাড়ির আঁচলটা হাওয়ায় উড়িয়ে দাও,
ডানা মেলা প্রজাপতির মতো উড়ে যেতে চাও।
আর যখন অনেক বেশি কষ্ট পাও_
তখন আঁচলে মুখ লুকিয়ে হুঁ হুঁ করে কেঁদে উঠো।
আবার যখন লজ্জায় লাল হয়ে যাও_
তখন শাড়ির আঁচলে মুখ লুকাও,
নিজেকে আড়াল করতে চাও।
আমারও ইচ্ছে করে,
তোমার কাঁধের উপর দিয়ে হাত দুটো নিয়ে
তোমায় পেছন থেকে জড়িয়ে ধরে রাখতে,
যখন তুমি অনেক বেশি খুশি থাকো_
তখন তোমার হাত ধরে
ডানা মেলা প্রজাপতির মতো উড়ে যেতে।
তোমার যখন অনেক বেশি মন খারাপ থাকবে_
তখন আমার বুকে মাথা রেখে
এক টুকরো সুখ খুঁজবে।
কিংবা যখন অনেক বেশি লজ্জা পাবে_
তখন আমার বুকে মুখ লোকাবে,
নিজেকে আড়াল করবে।
খুব ইচ্ছে করে তোমার শাড়ির আঁচল হতে।
বানাবে আমায় তোমার শাড়ির আঁচল!
কিংবা তোমার চোখের কাজল?