তোমায় আমি তখন থেকে ভালোবাসি,
যখন ভালোবাসা কি বুঝতাম না,
যখন তোমার শরীরের দিকে চোখ যেতো না,
চোখ যেতো তোমার চোখে।
তোমার চোখের দিকে তাকিয়ে থাকতাম,
দেখার চেষ্টা করতাম তোমার হৃদয়টাকে।
বোকার মতো তাকিয়ে থাকতাম
তোমার মুখের দিকে,
আর তোমার হাসি দেখে ভুলে যেতাম
পৃথিবীর সবকিছু,
তোমার চঞ্চলতায় খুঁজে পেতাম,
অকৃত্রিম সুখ।
যখন কারও ছবি ছিল না কারো কাছে,
মনে মনে একজন আরেক জনের ছবি আঁকতাম,
পাশাপাশি বসাতাম আর আনন্দ পেতাম।
আমি তোমায় তখন থেকে ভালোবাসি,
যখন নামের পাশে নাম লিখাটাই ভাবতাম
প্রেম, ভালোবাসা।
ওই অনুভূতি গুলোই ছিল মধুর।
তুমিই আমার প্রথম প্রেম
আমার মনের রাজ্যের সম্রাজ্ঞী,
ভালোবাসি তোমায়, অনেক বেশি।