চল সখী আবেগ তুলিয়া
মাতি তোমাতে আমাতে বিষাদ ভুলিয়া,
ব্যথা সহিয়াছি জনম ধরিয়া
তোমা ছাড়া একাকী রহিয়া।
কাঁদিয়াছি কত দুপুর সন্ধ্যা রাতি,
রাতি পোহাইলেও দেখি নাই আশার বাতি।
কত রাত কত সকাল কাটিয়াছি বকুল গন্ধে,
তখনই বুঝিয়াছি তুমি রহিয়াছ রন্ধ্রে রন্ধ্রে।
বুঝিয়াছি তখন তোমা ছাড়া গতি নাই,
হ্যাঁ, যা ভাবিতেছ তুমি আমি তাই।
বোঝে না বোঝে মোরে পাগল কহিয়াছ কতবার,
গভীরভাবে ভালবাসিলে
একটি শব্দই উঠিয়া আসে বার বার।
পাগলের প্রলাপ অনেক বকিয়াছি
তুমিও দিয়াছ অনেক তাল,
চল এবার বিষাদ ভুলি, হই প্রেম মাতাল।
দুজনে মিলে একসাথে চল প্রেম বিষ করি পান
তোমার আমার প্রেম লীলা রহিবে চির অম্লান।
মরিব না সখী বাঁচিয়া রহিব
সহস্র প্রেমিক হৃদয়ে,
বিষাদ ভুলিয়া চল প্রেম খেলা খেলি
নিভৃতে নিরালায়ে।