তুমি যদি আমারে চাহিতে আবার
একটি বার!
চেনে না নীড় যে পাখি
পথ হারায়ে গেলে আঁধারে
উন্মাদ হয়ে খুঁজে সে নীড় পথে প্রান্তরে।
তখন যদি তুমি খুঁজিতে আমারে আবার
একটি বার!
যদি কোনোদিন ভালোবাসা
পৃথিবীতে না থাকে আর
সেদিন যদি তুমি ভালোবাসিতে আমারে আবার
একটি বার!
আঁধারের মাঝে যখন জোনাকি জ্বলে না
দূর আকাশে তারাদের হাহাকার
সেদিন যদি তুমি রাখিতে আমারে আবার
একটি বার!
যেদিন পৃথিবীতে খুঁজিবে না কেউ আমারে
ভুলে যাবে সব সময়ের অতল গহ্বরে
মনে করবে না কেউ
তোমার আমার ভুলে যাওয়ার কথা
সেদিন যদি তুমি ভাবিতে আমারে আবার
একটি বার!
যদি কোনোদিন তপ্ত রোদে তোমার আঁচল
অবহেলায়, অযত্নে দেখায় অনুজ্জ্বল
সেদিন যদি তুমি জড়াইতে আমারে আবার
একটি বার!
যদি কেউ কোনোদিন জানতে চায় আমার কথা
তোমার কাছে বাঁধে পলকে আশা
সেদিন যদি তুমি বলিতে আমার কথা আবার
একটি বার!
কোনোদিন যদি কেউ চাহিতে আসে তোমার কাছে
শুনতে চায় আমার কথা
সেদিন যদি তুমি চাহিতে আমারে আবার
একটি বার!
তারপর বারবার।