তোমার দীর্ঘশ্বাস, আমার বদ্ধ হওয়া নিঃশ্বাস
স্বপ্ন পোড়া ছাই, কৃষ্ণ হারা রাই।
অনামিকা হারানো ধাতু, যেন বিবর্ণ বসন্ত ঋতু
তোমার চেয়ে দামী, কিছু নেই, আমি হারামি।
আজ আমারই দোষে হিয়া, কাঁদে চিৎকার করি-আ
প্রিয়তমা, যদি পার করে দিও ক্ষমা
যা ছিল তোমার, আজ অন্য কারও, হয়নি আমার।
যদি না কাটে মোহ, করিয়া যাইও আমার শবদাহ
ভুলিও না সই, আমি কিন্তু অন্য কারও নই
বন্ধ হবে গোধূলী বেলার খেলা, তালতলার লীলা
হৃদয়ে হুল ফোঁটায় বেদনা, যেন শিকারী সিংহির হানা।
প্রতিটি লাইনের শেষ অক্ষর দিয়ে,
"সই তুমি আমার হইলা না"