আলোর ছোয়াঁ
- মুহাম্মদ মৃধা শাহীন

ধরনী আজ আধারে ডোবা , দিগন্ত  জোড়া কালো দোয়া।
মোরা পূর্বসার রক্তিম দিবাকর , ছরিয়ে দিবো আলোর ছোয়াঁ\্
মোরা নবীনের মাঝে করবো শক্তি সঞ্চারন।
মোরা নিপৃত জনতাকে শিখাবো বাচার ধরন।

এসা নবীন সুগম পথে, রেখে যাও পদ চিহৃ।
চেনা পথে হেঠেছ বহু বার, এবার করো পথ ভিন্ন।
অঙ্গখানি লাগাও কাজে, থাকিতে দেহে বির্যরস,
এখন তুমি ভাই, যেটুকু করিবে তাই, অর্জিবে খ্যাতি পাইবে জস।

মোরা তুষার প্রভাতে হবো আলোর দিশারী রক্ত রাঙ্গা রবি,
বাধাঁর পথ হেরিবো পলকে, আয় দোসর কে হবি।
কাউকে মোরা ডরি না, সঠিক পথ ছাড়িনা, হব সকল প্রাণ গুচ্ছ,
মরণ আসবেই বিধীর বিধান, জীবন করেছি তুচ্ছ।

কেউ রবেনা ক্ষুদার্থ, সবাই পাবে অন্ন-
নিজ স্বার্থ যাবো ভুলে , লড়বো পরের জন্য
মোরা হবোনা উতাপ্ত, হবোন হিম, হবো শান্তিময়।
শত্রু মিত্র হব একাকার , মহা দূর্গ করিব জয়।

মোরা গরবো সুখের স্থাম্ভ, দুঃখ করবো অদৃশ্য।
মোদের অর্জন হবে অবাক, তাকিয়ে দেখবে পুরো বিশ্ব\্
এসো এখনি সময়, হাতে হাত রেখে পথ চলার,
সত্যের বানী ছড়িয়ে দিতে বর্জ্যকন্ঠে আওয়াজ তোলার।

নিসঃপাপ করে গরবো সমাজটাকে ননির পুতুলের মত,
পর্বতময় বটবৃক্ষসম পিতার শির হবেনা কবু নত।
আপনার ভোগ পরকে বিলাবে এই রাখিব পণে।
খুশিতে মা কাদিঁবে, সুখের অশ্রু ঝড়বে নেত্র কোণে\


মেঘে ঢাকা ছায়লোক, সূর্য উঠুক বা না উঠুক, আমরা উঠবোই।
কাননে তরুর অনাশন, আমরা শাখে নবকুড়ি ফুটবোই\

শুভেচ্ছান্তেঃ-
মোঃ সাইফুল ইসলাম  (রেজা)