পথ খোলা মোর অগ্রে ভ্রমণ,
বন্দী করবে কে?
আঁধারি কাল পেছনে ফেলে
লক্ষ্যে পৌঁছবো রে!
পথ খোলা মোর শিখর গমন,
রুখবে আবার কে?
হিমালয়ের শৃঙ্গ এবার
জয় করবো রে!
পথ খোলা মোর শ্যামল প্রান্তে,
উচ্ছেদ করবে কে?
সোনার ধানে কৃষাণির হাসি
দেখবো সবে রে!
পথ খোলা মোর বিশ্বজয়ের,
কাঁটার বেড় দিবে কে?
রঙধনুর ঐ ভেলায় চড়ে,
স্বপ্ন পূরণ করবো রে!
পথ খোলা মোর বিলিয়ে দেবার,
বধ করবে কে?
আত্মত্যাগে সুখ যদি হয়,
লোলুপতা পদে রে!