বেড়ে উঠা তাজা প্রাণ
রাজপথে করি রণ,
মুক্তির মিছিলে গাই জীবনের পণ।
ভদ্র-পল্লী দিকে ঘৃণার ধূলি কিংবা বুলি ছুটে
তাজা প্রাণের অভিশপ্ত রক্ত বলে।
কার ভয় কিসের ভয়,
ওরে ধর ওরে ধর!
পাছে কেন পিছু হটিস,
তারুণ্যে ঠাঁই নেই কোন শঙ্ক কোন ভয়।
অধিকার পথ পাড়ি দিতে হয়,
বুক-পাঁজরে পুলিশের বুলেট ক্ষয়।
লাশনীতি বধ কর,
বাধা ভেঙে জয় ধর।
মুক্তির আলো জ্বেলে,
দলছুট দলে দলে।
কার ভয় কিসের ভয়,
ওরে ধর ওরে ধর!