তবুও কোকিল সুর তোলে, গায়;
আকাশ জুড়ে ফোটে শিমুলের লাল ফুল,
চারদিক সাজ সাজে রঙিন বনে!
তবুও হাত রাখে যুগল-বন্দী হাতে,
গন্ধ শোকে প্রেয়সীর কুন্তল কাননে,
ললাট-পটে আঁকে ঠোঁট তুলিতে চুম্বন,
হেঁটে যায় পরস্পর বহু পথ ধরে!
আর আমার বসন্ত?
কোথায় সে?
গহীন গগন পথে? নাকি—
ফেরার অপেক্ষায়?